চকতৈয়ব,ধামইরহাট,নওগাঁ। (EIIN No-123151)

মোঃ আবুল কালাম আজাদ
প্রধান শিক্ষক-(শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়)

Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা পরশ পাথরের মত মানুষের কাছ থেকে সমস্ত পঙ্কিলতা দূর করে। একজন মানুষ যদি পরিপূর্ণভাবে জ্ঞান আহরণ করতে না পারে তবে তার পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে ওঠে। জ্ঞান আহরণের জন্য একজন মানুষকে একটি প্রতিষ্ঠান বা একজন স্বশিক্ষিত ব্যক্তির কাছে গমন করতে হয়। তাই আমি “চাই আলোকিত মানুষ, চাই সুন্দর মনের মানুষ” কথাটিকে বাস্তবে রূপ দেওয়াই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মানিত শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী সকলকে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই বিদ্যালয়ের ওয়েবসাইট সরকারের স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর একাত্মতা প্রকাশ করছে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন সুপার হাইওয়েতে উঠতে গেলে বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির আওতাভুক্ত করতে হবে। বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।